গর্জনিয়া শাহ বদর আউলিয়া (রঃ) হেফজখানা থেকে সম্মাননা দিল রামুর ইউএনও-কে

প্রেস বিজ্ঞপ্তিঃ
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের অন্যতম ইসলামী বিদ্যাপীঠ গর্জনিয়া শাহ বদর আউলিয়া (রঃ) হেফজখানা ও এতিমখানার পক্ষ থেকে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমাকে পদোন্নতি ও বিদায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োজিত ছিলেন। সম্প্রতি তিনি ব্রাম্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়ে রামু উপজেলা প্রশাসন থেকে বিদায় গ্রহণ করেন।
শনিবার (৬আগস্ট) সন্ধ্যায় রামু উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এক অনাডম্বর আয়োজনের মাধ্যমে এই সম্মাননা ক্রেস্ট বিদায়ী ইউএনওর হাতে তুলে দেন প্রতিষ্টানের প্রতিষ্টাতা ও পরিচালক সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন,রামু উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী ( এলজিইডি) কর্মকর্তা মোঃ মনজুর ভূইয়া, রামু উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান, ডুলাহাজারা সরকারি কলেজের অধ্যাপক পরিক্ষিৎ বডুয়া, বেসরকারী এনজিও সংস্থা অগ্রযাত্রার প্রতিষ্টাতা ও সভাপতি নীলিমা আকতার চেীধুরী প্রমুখ।
বিদায়ী রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, আমি রামু উপজেলাতে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছি। এখানকার প্রতিটি মানুষ আমার কাছে এসে কখনো অবিচার পেয়ে ফিরে যায়নি।আমি আমার সাধ্যমত সরকারে উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। আমার জন্য দোয়া করবেন সকলে।
গর্জনিয়া শাহ বদর আউলিয়া (রঃ) রেহফজখানা ও এতিমখানার প্রতিষ্টাতা সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন জানান, রামু উপজেলার সদ্য বিদায়ী ইউএনও একজন মানবিক কর্মকর্তা। তিনি অসহায়দের মনের ভাষা বুঝতেন। তিনি অসংখ্য মসজিদ মাদ্রাসায় অকাতরে সহযোগিতা করেছেন , হোক সেটা সরকারি বা নিজের পকেট থেকে। আমি উনার জন্য দোয়া করি। বিশেষ করে দুটি কাজের জন্য রামুবাসি তাকে আজীবণ স্বরণ রাখবেন তা হলো এতকটি স্বপ্নতরী ও আরেকটি স্বপ্নযাত্রা বাস। তিনি অসহায় শিশুদের জন্য স্বপ্নযাত্রা বাসটি রামু বাসির জন্য এক অনন্য উপহার। স্বপ্নতরী রামু উপজেলাকে পর্যটনখাতে অনেকদুর এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.