গর্জনিয়া মরিচ্যাচর শাহ বদর আউলিয়া (রঃ) হেফজখানা ও এতিমখানায় লুঙ্গী ও গামছা বিতরন। 

 

 

প্রেস সংবাদ
গত ২ই সেপ্টেম্বর শনিবার রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যাচর শাহ বদর আউলিয়া (রঃ) হেফজখানা ও এতিমখানা ছাত্রদের মাঝে প্রতিজনকে একটি করে লুঙ্গী ও ও একটি করে গামছা বিতরন করা হয়,  উক্ত সামগ্রী বিতরন কালে উপস্হিত ছিলেন অত্র হাফেজ খানার প্রতিষ্টাতা তরুন সমাজ সেবক নেজাম উদ্দিন,  আরো উপস্হিত ছিলেন হাফেজখানার সহ সভাপতি ও মরিচ্যাচর সমাজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইউনুছ,

মরিচ্যাচর শাহ বদর আউলিয়া( রঃ) হেফজখানা  ও এতিম খানার সহ সভাপতি জানান প্রতিষ্টাতা আমার ছোট ভাই তার অক্লান্ত পরিশ্রমে আজ আমরা একটি হেফজখানা পেয়েছি যেখান থেকে এই বছর একজন হাফেজ এ  কোরআন হয়ে বের হয়েছে এবং আগামী বছর আরো কয়েকজন হাফেজে কোরআন হয়ে বের হবেন বলে আশা করছি,  প্রতিষ্টাতা মোঃ নেজাম উদ্দিন জানান, দেখুন আমার বাবা একজন সরকারী চাকরীজীবি ছিলেন তার সুবাধে আমাদের গ্রামে আসা কম হতো যখন একটু অনুধাবন করলাম আমাদের সমাজ অনেক পিছিয়ে আমার সাধ্যমত আমি ও এলাকার মুরব্বীদের নিয়ে এই প্রতিষ্টানটি গড়ে তুলি,  সরকার যেমনটি শিক্ষার দিকে নজর দিয়েছে এই দ্বীনি শিক্ষার দিকে যদি জনপ্রতিনিধি গন একটু সু নজর দেন তা হলে আরেকটু সুন্দরভাবে পরিচালিত করতে পারবো। এদিকে বর্তমান রামু উপজেলা চেয়ারম্যান শিক্ষা খাতে জেলার শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অনুরোধ করবো এই হাফেজখানার জন্য একটি ভবন যেন বরাদ্দ দেন তা হলে প্রতিষ্টানের ছাত্ররা একটু সুন্দর ভাবে রাতযাপন সহ পড়ায় মনযোগী হবেন, প্রতিষ্টাতা লুঙ্গী ও গামছার আর্থিক সহযোগীতার জন্য তরুন যুব নেতা ফয়সাল আমিন ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাউন্স অফিসার আবদুল খালেক কে অসংখ্য ধন্যবাদ জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.