নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
অবশেষে স্বাধীনতার ৪৬ বছর পর অনেক ত্যাগ তিতীক্ষার উপেক্ষা করে গর্জনিয়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ড বিদ্যুৎ(পিডিবির) আলোয় আলোকিত হল, গর্জনিয়া ইউনিয়ন কে বিদ্যুৎ এর আলোতে আলোকিত করতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন রামু-কক্সবাজার ০৩ সদর এমপি আলহাজ্ব_সাইমুম_সরওয়ার_কমল, ও রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজুল_আলম, এবং গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব_সৈয়দ_নজরুল_ইসলাম। গতকাল ৮অক্টোবর রবিবার গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন ধরনের স্কীমের রাস্তা,ঘাট ম্যাপ নিতে আসেন ইন্জিনিয়ার মোঃ আব্বাস উদ্দিন ও তার সহযোগী গণ, গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন ধরণের স্কীম অনুমোদন দেওয়া এবং বাস্তবায়নের জন্য যারা সহযোগিতা করে যাচ্ছেন রামু-কক্সবাজার ০৩সদর আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব_সাইমুম_সরওয়ার_কমল,,,ও রামু উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব রিয়াজুল_আলম, এবং গর্জনিয়ার উন্নয়নের জন্য যিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন ২নং গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব_সৈয়দ_নজরুল_ইসলাম
এবং গতকালের বিভিন্ন ধরণের রাস্তা,ঘাঠ এর ম্যাপ পর্যবেক্ষণ করেন ২নং গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান ৬নং ওয়ার্ডের এমইউপি জনাব কামাল_হোসেনএবং ০৩নং ওর্য়াডের এমইউপি জনাব আবদুল_জব্বার সহ এলাকার আরও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০১৭-২০১৮ অর্থ বছরে গর্জনিয়া ইউনিয়নে বিভিন্ন স্কীম সমূহ তুলে ধরেন তার মধ্যে
গর্জনিয়া ইউনিয়নে নতুন বাজার হইতে ইন্জিনিয়ার নুরুল হাকিম সড়ক হয়ে রিয়াজ উল আলম প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক বিএসএফ দ্বারা উন্নয়ন।
গর্জনিয়া ইউনিয়মের টাইম বাজার হইতে উত্তর বড়বিল সংযোগ সড়ক পর্যন্ত রাস্তা এইচবিবি দ্বারা উন্নয়ন।
গর্জনিয়া ইউনিয়নে জুমছড়ি হাজী শহর আলী সড়ক হতে থিমছড়ি বাইশারী সড়ক পর্যন্ত রাস্তা বিএসএফ দ্বারা উন্নয়ন। এই দিকে গর্জনিয়ার কৃতি সন্তান নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম ড়িগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক জসিম উদ্দিন জানান এতদ অন্চল শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে বর্তমান সাংসদ রামু উপজেলা চেয়ারম্যান এ গর্জনিয়া ইউপি চেয়ারম্যান যে আন্তরিক ভাবে এলাকার উন্নায়ন করে যাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না বিশেষ করে জুমছড়ি মত এলাকায় প্রাথমিক বিদ্যালয় ও রাস্তা সংস্কার তা এলাকার মানুষ চিত্রের সাথে স্বরন করবে। এই দিকে গর্জনিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম জানান সাবেক পার্লামেন্টারি ও সাবেক রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌং এর একনিষ্ট কর্মি বর্তমান রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষাকে ছড়িয়ে দিতে এরই ধারাবাহিতাই আমার গর্জনিয়া এলাকায় মরিচ্যাচর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্হাপন হতে যাচ্ছে এবং নতুন বাজার হইতে রিয়াজ উল আলম প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার কাজ এই মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে, ইউপি চেয়ারম্যান আরো জানান বর্তমানে রামু কক্সবাজার আসনের সাংসদ কর্মী বান্ধব উন্নায়ন মুখী তিনি যা কথা দেন তা রাখেন এমন নেতৃত্ব আমরা আগামীতে চাই, অন্যদিকে এলাকার সাধারন জনগনের মধ্যে মরিচ্যাচর এর মোঃ ইউনুছ জানান বর্তমান ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম রামু উপজেলা চেয়ারম্যান ও সাংসদ কমল ভাইকে নিয়ে যে উন্নায়নের কাজ করছেন তা গর্জনিয়ার ইতিহাসে বিরল, ইতি মধ্যে বিদ্যুৎ চলে এসেছে, রাস্তা ঘাটের কাজ চলছে, আমি তার জন্য দোয়া করি। অপরদিকে মাষ্টার আমির হোসন জানান আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম না হলে আমরা আজ এমন উন্নায়নের ছোয়া পেতাম না, গর্জনিয়া আওয়ামীলীগ সভাপতি ফরিদ আহমদ চৌং জানান উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম ও সাংসদ কমল ভাইয়ের প্রচেষ্টায় আজ গর্জনিয়া উন্নায়ন কাজে এগিয়ে যাচ্ছে আমরা সফলতা কামনা করছি,
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.