গর্জনিয়ায় ইন্জিঃ নুরুল হাকিম সড়কের কাজ চালু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
রামু উপজেলার (রাজস্ব) উন্নায়ন তহবিল থেকে বরাদ্দকৃত রামু উপজেলার গর্জনিয়া ২নং ওয়ার্ড়ের জুমছড়ি নতুনবাজার হতে শাহ সোজা রোড় পর্যন্ত ইন্জিঃ নুরুল হাকিম সড়কের কাজ দ্রুত এগিয়ে যাওয়াতে রামু কক্সবাজার আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম ও গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন গর্জনিয়ার অবহেলিত এলাকা মরিচ্যাচরবাসী।
‘
২নং ওয়ার্ড়ের মরিচ্যাচর গ্রামের বাসিন্দা মোঃ ইউনুছ জানান আমাদের বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে, এলাকার জনসাধারন অবহেলিত ছিল যাতায়াতের রাস্তাটির বেহাল দশায় পরিনত হয়েছিল এখন বর্তমান ইউপি চেয়ারম্যান এর প্রচেষ্টায় সাংসদ সাইমুম সরওয়ার কমলের আন্তরিকতায় আজ রাস্তাটি ব্রিক সলিন হচ্ছে আমরা গ্রামবাসি আনন্দিত।মোঃ আমিন জানান আমরা এই গ্রামের জনগন অনেক সমস্যায় আছি তার মধ্যে এই যাতায়াত ব্যবস্থা অন্যতম রামু উপজেলা চেয়ারম্যান আমাদের এই কষ্ঠ দেখে রাস্তাটি মেরামত করাচ্ছেন এতে আমরা এলাকাবাসি খুশি এবং রামু উপজেলা চেয়ারম্যান কে গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
এদিকে গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান সম্প্রতি জুমছড়ি মরিচ্যাচরে ইন্জিঃ নুরুল হাকিম সড়ক এর কাজ চালু হয়েছে, এটি বরাদ্দ হয়েছে রাজস্ব উন্নায়ন তহবিল থেকে নতুন বাজার হইতে শাহ সোজা রোড় এর দিকে প্রায় ২১শত ফুট ব্রিক সলিন কাজ চালু রয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি কাজ শেষ করা হবে, তিনি আরো বলেন বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নায়নের সরকার এ কথা কাজে প্রমান করে এমন কাজ গুলো দেশের প্রত্যান্ত অন্চলে এমন উন্নায়ন হতে চলেছে, এই উন্নায়নের পিছনে রামু উ্পজেলা চেয়ারম্যান ও রামু কক্সবাজার আসনের সাংসদ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমি জন একজন সাধারন জনগন হিসাবে ধন্যবাদ জানাচ্ছি। এ ব্যাপারে রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম এর কাছে জানতে চাইলে তিনি জানান বর্তমান সরকারের উন্নায়নের ধারাবাহিতা বজায় রাখতে আমরা নিরলস কাজা করে যাচ্ছি কোন গ্রাম রাস্তা ও বিদ্যুৎ বিহীণ রাখবো না, সব গ্রামে বিদ্যুৎ যাবে ও রাস্তাঘাটে কাজ করা হবে। এদিকে মরহুম ইন্জিঃ নুরুল হাকিমের ছেলে সহকারী অধ্যাপক জসিম উদ্দিন বর্তমান সাংসদ, রামু উপজেলা চেয়ারম্যান, গর্জনিয়া ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান এলাকার সমস্যা নিরসন করায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.