গর্জনিয়াতে হাফেজ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

বার্তা পরিবেশকঃ

রামু উপজেলার গর্জনিয়ার জুমছড়ি এলাকায় শাহ বদর আউলিয়া (রঃ) হাফেজখানা ও এতিমখানার হাফেজ ছাত্র ও অসহায় অভিভাবকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারী) দুপুরে রামু উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন দৈনিক খোলা কাগজ কক্সবাজার প্রতিনিধি ও গর্জনিয়া শাহ বদর আউলিয়া (রঃ) হেফজখানা ও এতিমখানা প্রতিষ্টাতা মোঃ নেজাম উদ্দিন।
তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে সরকার সবসময় আছে। আজকে গর্জনিয়ার প্রত্যন্ত অঞ্চলের কথা মনে রেখে হাফেজ ছাত্রদের শীত বস্ত্র দিয়েছেন রামু উপজেলা প্রশাসন। আমি ধন্যবাদ জানাচ্ছি রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু প্রণয় চাকমাকে। যার আন্তরিকতার বহিঃপ্রকাশ আজকের এই আয়োজন।
ছাত্র ও অভিভাবক ও হাফেজ ছাত্রসহ মোট ৫০জনকে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মরিচ্যাচর সমাজ সর্দার মোঃ ইউনুস, হাফেজখানার সুপার হাফেজ নুরুল কবির, মো জাহেদ, কবির আহমদ, জাফর আলম, নজির আহমদ, সৈয়দ নুর, প্রমুখ।

উল্লেখ্য ২০১৪ সালে গর্জনিয়ার জুমছড়ি এলাকায় মরহুম ইঞ্জিনিয়ার নুরুল হাকিম এর ছোট ছেলে সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন হাফেজখানাটি প্রতিষ্ঠা করেন।  এই বছর পর্যন্ত প্রতিষ্ঠান থেকে মোট ১২জন হাফেজ হয়ে পাগড়ী গ্রহণ করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.