গর্জনিয়াতে মায়ানমারের গরু এসেছে ,অবস্থান নিবে বাঘঘোনায়

নিজস্ব প্রতিবেদক
গর্জনিয়া ইউনিয়নের থোয়াঙ্গারকাটা ১৭ জুন (শুক্রবার) রাত ৮ টার দিকে বাইশারী হয়ে মায়ানমারের গরু পাচারকালে স্থানীয়দের হাতে পাকড়াও হলে ও স্থানীয় কিছু নেতাদের ম্যানেজ করে গরু গুলো থোয়াঙ্গারকাটা হয়ে নতুনবাজার দিয়ে বাঘঘোনা এলাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গেঠছ স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে। স্থানীয় সাধারণ মানুষ জানান, একপালে প্রায় বড় আকারের ৪৫টি গরু রয়েছে । নাইক্ষ্যংছড়ি বিজিবিকে অবগত করা হলে তারা ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান প্রতিবেদককে। বিস্তারিত পাঠকদের জন্য তুলে ধরা হবে একটু পর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.