গর্জনিয়ার গাছের চারা কাটা মামলার রায় কাল
নিজস্ব প্রতিবেদকঃ
গর্জনিয়ার জুমছড়িতে রোপনকৃত বিভিন্ন জাতের চারা গাছ কাটার দায়ে মামলা এনজিআর ০৪/২০২১ এর বিচারের রায় আগামীকাল বুধবার( ১৪ ডিসেম্বর) নির্ধারণ করেছে আদালত। গত ৭ডিসেম্বর আদালতে যুকিতর্ক শেষে রামু কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জাবেদ আখতার এই ঘোষনা প্রদান করেন।বাদী পক্ষের মামলা পরিচালনা করছেন এপিপি এডভোকেট প্রতিভা দাশ ।
জানা যায়, ২০২০ সালে জুন মাসে করোনাকালিন সময় দৈনিক খোল কাগজের কক্সবাজার জেলা প্রতিনিধি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলার সহ-সভাপতি সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন নিজ এলাকা রামু উপজেলার গর্জনিয়ার জুমছড়ি এলাকায় তার মায়ের নামে ১৭৩২ খতিয়ানের জায়গায় সবুজ বনায়নের আশা নিয়ে বিভিন্ন প্রজাতির গাছ লাগান। কিন্তু স্থানীয় মাদক ব্যবসায়ী আবু হান্নান পিতা মৃত মৌলভী মোঃ হাসেম,মোঃ নবী (৫৫)পিতাআব্দুল খালেক, কবির আহমদ(৪৫) পিতা আবদুল খালেক, ভুট্্েরা (২২) পিতা মৃত মৌলভী আবুল হাসেম ,জসিম উদ্দিন(২০)পিতা মোঃ নবী , আবুল মনছুর (২৭) পিতা মৃত মৌলভী আবুল হাসেম, শাহিনা আক্তার স্বামী (২৬))আব্দুল মোমেন মিলে প্রায় ৩হাজার রোপনকৃত চারা গাছ কেটে ফেলে । তার প্রতিবাদ করতে গেলে সাংবাদিক নেজাম উদ্দিনকে প্রান নাশের হুমকি দিলে সে একই বছরে জুনের ২৪ তারিখ রামু থানায় সাধারণ ডায়রি করে।যার নং ৯১০ । দরখাস্তের ভিত্তিতে রামু থানা থেকে গর্জনিয়া পুলিশ ফাড়িঁ উপ পুলিশ পরির্দশক রুহুল আমিন মৃুন্সিকে তদন্ত করে আদালতে রিপোর্ট দাখিল করা হলে আদালত রিপোর্টটি আমলে নিয়ে বাদী বিবাদী দুই পক্ষকে ডেকে ঘটনার সতত্যার জন্য উকিলের মাধ্যমে যুক্তিতর্কের পরে ও ঘটনার বিষয়বস্তু বিবেচনা করে আগামীকাল ( বুধবার) মামলার রায় ঘোষনার কথা জানান।
এই দিকে সাংবাদিক নেজাম উদ্দিন জানান, ্আমি একজন পরিবেশবাদি হিসাবে দেশের কথা চিন্তা করে, আমি মায়ের পৈতৃক সম্পত্তিতে একাশি গাছসহ বিভিন্ন জাতের তিন হাজারটি চারা রোপণ করি। কিন্তু মাদক ব্যবসায়ীর বড় ভাই আবু হান্নান সন্ত্রাসী কায়দায় ওই চারাগুলো কেটে ফেলে। এতে আমার প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে। হান্নানের সহোদর ইয়াবা কারবারি আবদুল মোমেন প্রকাশ বদাইয়্যা ইতোপূর্বে ইয়াবা নিয়ে পুলিশের হাতে ধরা পড়ার আগে এলাকার ত্রাস হিসেবে সবাইকে জিম্মি করে রেখেছিল। হান্নানও একই কায়দায় নিরীহ লোকজনকে জিন্মি করে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
উল্লেখ ২০২০ সালের ২৪ জুন রামু গর্জনিয়ায় জমি দখলে নিতে চারাগাছ কেটে ফেলে উল্লাস করে বাড়ী ফিরে সন্ত্রাসীরা। গর্জনিয়ার জুমছড়ি মইন্নাকাটায় সেদিন সাংবাদিক নেজাম উদ্দিনের বিভিন্ন জাতের রোপণকৃত তিন হাজার চারা কেটে ফেলে মাদক কারবারি ও সন্ত্রাসীরা। স্থানীয় আবু হান্নান ও তার সন্ত্রাসী বাহিনী এ ঘটনার নেতৃত্ব দেয় । রামু গর্জনিয়ায়২৪জুন বুধবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, হাজী মো: হোসেনের নামে সৃজিত খতিয়ানে মেঝ কন্যা গোল চেহেরা খানমের প্রাপ্ত জমিতে তার পুত্র সাংবাদিক নেজাম উদ্দিন সবুজ বনায়ন কল্পে বিভিন্ন জাতের প্রায় ৩ হাজার চারা রোপণ করে। ২০২০সালে ২৪জুন বুধবার সকালে দেশীয় অস্ত্র হাতে আবু হান্নান সন্ত্রীদের নিয়ে চারাগাছগুলো কেটে ফেলে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.