গত ২৪ ঘন্টায় যশোরে করোনায় মৃত্যু ১২, শনাক্ত ৩০৮

ইয়ানূর রহমান : গত ২৪ ঘন্টায় নতুন করে যশোরে করোনায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩০৮ করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের এ উর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরের কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন। কিন্তু সাধারণ মানুষের অসচেতনতা এবং বেপরোয়া চলাফেরার কারণে সংক্রমণ উর্ধ্বগতির হয়ে চলেছে।

যশোর স্বাস্থ্য বিভাগের সুত্র মতে, গত ২৪ ঘন্টায় ৬৪০জনের নমুনা পরীক্ষা করে ৩০৮জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪৮শতাংশ। আজ মারা গেছেন ১২জন। এদের মধ্যে ৮জন করোনা এবং অপর ৪জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৫৯জন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, যশোর জেনারেল হাসপাতালের করোনা রোগীর চাপ অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে ডাক্তার ও নার্স সংকট রয়েছে। এই ডাক্তার ও নার্স দিয়ে চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে। করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ আমাদের এখানে সেন্ট্রাল অক্সিজেন মধ্যে লিকুইট অক্সিজেন ঢোকানো হচ্ছে। সেন্ট্রাল অক্সিজেন যখন আমরা লিকুইট অক্সিজেন থেকে পাবো তখন অক্সিজেনের সরবারহের আর সমস্যা হবে না।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.