গণপরিবহন চলবে ২৯ এপ্রিল থেকে

নিজস্ব প্রতিবেদকঃ গণপরিবহন ২৯ এপ্রিল থেকে চলবে। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে সমন্বয় করা ভাড়ায় চলবে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করে শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই তা জানিয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দফায় সাতদিনের লকডাউন চলছে দেশে। বন্ধ আছে সব গণপরিবহনসহ দূরপাল্লার যাত্রী পরিবহনও।

পরিবহন খাত সংশ্লিষ্টরা বলছেন, লকডাউন উঠে যাওয়ার পরদিন অর্থাৎ ২৯ এপ্রিল ভোর ছয়টা থেকে সড়কে ফের পরিবহন নামবে। তবে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে তাদের।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রথম পর্যায়ে গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনের সুফল পাওয়ার জন্য এ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী ফের আরও এক সপ্তাহ অর্থাৎ ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময় লম্বা করে সরকার। এদিকে চলমান লকডাউনের মধ্যেই আগামীকাল রবিবার থেকে শপিংমলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, তারা এখনো স্পষ্ট করে জানেন না, ২৯ এপ্রিল থেকে দুরপাল্লার বাস চলবে কি না। নাকি আগের মতোই শুধু সিটি করপোরেশন এলাকায় বাস চালানোর অনুমতি দেওয়া হবে। এ বিষয়টি পরিষ্কার হতে তারা মন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.