খোলা চিঠি
(ফেইজবুক মিড়িয়াতে কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর তৃনমুল কর্মীর খোলা চিঠি প্রচার করা হয় তা হুবহু প্রকাশ করা হলো,)
বরাবরে, সভাপতি/সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখা। বিষয় : মূলধারার ছাত্ররাজনীতি চর্চার প্রয়োজনে রামু উপজেলা ছাত্রলীগের কাউন্সিল আয়োজন প্রসঙ্গে। জনাব, সংগ্রামী লাল সালাম ও ফুলেল গ্রহণ করুন। যথাযথ সম্মান প্রদর্শন পরবর্তী আরজি এইযে, আমরা তারুণ্য উদ্দীপ্ত ছাত্ররাজনীতির উর্বর ভূমি রামু উপজেলা ছাত্রলীগ। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ বুকে ধারণ করে শিক্ষা শান্তি প্রগতির পতাকা উড্ডয়ন করতে আমরা আপোষহীন ও প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য প্রায় ৫ বছর আগে থেকেই রামু উপজেলা ছাত্রলীগের কোন প্রকার কমিটি নেই।এটি জাতিরজনক বঙ্গবন্ধু’র হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রামু উপজেলার ছাত্ররাজনীতি ও গনতন্ত্র চর্চার পথে প্রধান অন্তরায় বলে মনে করি।আমরা রামু উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ মেধাবী ও আর্দশিক তাই নিন্মোক্ত দাবীর আশু বাস্তবায়নে একটি সম্মেলন ও কাউন্সিল দাবী করছি : ১. ছাত্রলীগের রাজনীতি কে ছাত্রদের আর্দশ ও ঐক্যবদ্ধ সংগঠনে পরিনত করার লক্ষ্যে প্রকৃত ছাত্রদের হাতে নেতৃত্ব ফিরিয়ে দেওয়ার জন্য ২.সকল স্তরের ছাত্রছাত্রী দের কে ছাত্রলীগের পতাকা তলে এনে নেতৃত্বের পর্যায়ে নিয়ে আসা ৩.দেশরত্ম শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্যে মেধাবী,দেশপ্রেমিক,ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদের দায়িত্বভার প্রদানের সুযোগ তৈরী করার জন্য ৪.প্রতিদ্বন্দ্বীতামুলক কাউন্সেলিং এর মাধ্যমে চ্যালেঞ্জিং নেতৃত্ব নির্বাচন করার জন্য ৫.অসুস্থ ছাত্ররাজনীতি হতে সাধারণ ছাত্রছাত্রী দের রক্ষা করার জন্য ৬.জাতির জনকের আর্দশে উজ্জীবিত ছাত্রছাত্রী দের মাঝে ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য ৭.মেধাবী ছাত্রছাত্রী দের জন্য একটি স্বাধীন রাজনৈতিক চর্চার ক্ষেত্র তৈরি করতে ৮.স্বাধীনতা বিরোধী চক্রের অপরাজনীতির হাত থেকে ছাত্রছাত্রী দের রক্ষা ও জনসচেতনতা বাড়ানোর জন্য ৯.সুস্থ ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ছাত্রছাত্রী দের কে শুদ্ধ গনতান্ত্রিক,আপোষহীন নেতৃত্ব প্রতিষ্ঠা ও জনসেবী হতে উদ্বুদ্ধকরণ করতে ১০.অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অংশীদার করতে ১১.শিক্ষা শান্তি প্রগতির পতাকা কে সমুন্নত রাখতে। ১২.২০১৯ সালের নির্বাচন ও দেশরত্ম শেখ হাসিনা’র হাত কে শক্তিশালী করতে। পরিশেষে বুকভরা আশা নিয়ে আশান্বিত আমরা রামু উপজেলা ছাত্রলীগ দৃঢ় ভাবে বলতে পারি আমাদের কমিটি দেওয়ার মাধ্যমে সাংগঠনিক ক্ষমতা দেওয়া হলে আমারা রামু উপজেলা ছাত্রলীগ কে কক্সবাজার জেলার মধ্যে একটি মডেল উপজেলা ইউনিট হিসাবে উপহার দেব।
বিনীত নিবেদক
রামু উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে
মোঃ নোমান
সাধারণ সম্পাদক
কাউয়ার খোপ ইউনিয়ন ছাত্রলীগ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.