খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্পে কাজ করতে গিয়ে রোহিঙ্গার মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে কক্সবাজার আশ্রয়ণ প্রকল্পে কাজ করতে গিয়ে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।   মঙ্গলবার (৫জুলাই) কক্সবাজার সদরের খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্পে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তারা মারা যায় বলে প্রাথমিকভাবে জানা যায় । মৃত ব্যক্তি হলেন উখিয়া কুতুপালং ১নং ক্যাম্পের জি ব্লকের মাহমুদ হোসেন এর ছেলে মোঃ সালাম(৪০) । সে রোহিঙ্গা নাগরিক বলে জানা যায়। আপেল নামের আরেকজন আহত হয় বলে জানা গেছে। ঘটনার পর  রোহিঙ্গাদের হাসপাতালে নিয়ে আসা নুর মোহাম্মদ নামের ব্যক্তি কিছুই জানেন না বলে জানান। তিনি বলেন আমি প্রকল্পে নতুন এসেছি আমাকে দিয়ে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে । কারা পাঠিয়েছে প্রতিবেদক জানতে চাইলে তিনি জানেন বলে জবাব দেন।আরো বিস্তারিত জানতে নুর মোহাম্মদকে আবারো ফোন করা হলে এসএস কোম্পানী ৩২ নং বিল্ডিংয়ে কর্মরত  স্বপণ খন্দকার পরিচয়ে মোবাইল রিসিভ করে নুর মোহাম্মদ গোসল করতে গেছে বলে জানান। তিনি বলেন , নুর মোহাম্মদ শুধু তাদের সাহায্য করেছে তাদের সে চিনে না। বর্তমানে লাশ  কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আছে বলে জানা গেছে। রোহিঙ্গা মৃত্যুর পর এলাকার মানুষের কাছে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে রোহিঙ্গা ক্যাম্পের লোকজন এখানে কিভাবে কাজ করতে এলো? অন্যদিকে কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের পূর্ব কলাতলী চন্দ্রীমা হাউজিং এলাকা থেকে নুরুল ইসলামের ছেলে জিদানুল ইসলাম(১৩) ঝুলন্ত অবস্থা থেকে দরজা ভেঙ্গে উদ্ধার করা করে হাসপাতালে আনা হলে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
কক্সবাজার আশ্রয়ণ প্রকল্পের রোহিঙ্গা মৃত্যুর ব্যাপারে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াসের কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে অবগত নন বলে জানান। তবে কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের পূর্ব কলাতলী চন্দ্রীমা হাউজিং এলাকা থেকে নুরুল ইসলামের ছেলে জিদানুল ইসলাম(১৩) এর ব্যাপারে অবগত আছেন ও একটি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এসেছে বলে তিনি জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.