খুরুশকুল কাউয়ার পাড়ায় আগুনে পুড়ে ছাই হল ১৩ পরিবার, ক্ষতির পরিমান অর্ধকোটি টাকা

শফিউল হক রানা,

কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন কাউয়ার পাড়ায় বিগত ০২/০২/২০১৭ইং তারিখ অনুমানিক রাত ৯.০০ ঘটিকায় আগুনে পুড়ে ছাই হয় সম্পূর্ণ ১৩টি পরিবার। আংশিক ক্ষতি হয় আরো ১২টি। এ ব্যাপারে ক্ষতি পরিমাণ অর্ধকোটি টাকা বলে ক্ষতি গ্রস্থ পরিবারবর্গরা জানান। আগুনে খবর পেয়ে ঘটনাস্থলে খুরুশকুলের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসিম, ৪নং ওয়ার্ডের এম ইউপি সদস্য রিয়াজ উদ্দিন মিনু, মহিলা মেম্বার সুফিয়া নুর, র‌্যাব-৭, পুুলিশ সহ এলাকার হাজার হাজার জনসাধারণ উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। তৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দিলে বিলম্বতে ঘটনাস্থলে যাওয়ায় ক্ষতির পরিমাণ বেশি বলে ক্ষোপ প্রকাশ করে। তৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয় ওয়ান নিউজ ডট কম ডট বিডি ও দৈনিক আলোকিত উখিয়া’র প্রতিনিধি শফিউল হক রানা, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা ও ক্ষতির পরিমান খোঁজ খবর নিয়ে জানতে চাইলে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত বলে জানায়। আগুনের ভয়াবহতার নিজ চোখে না দেখলে অবিশ্বাস বলে মনে হবে। আমার বাস্তব চোখে দেখা মাটি থেকে ৩০ ফুট উপরে কাঁচা শিশু গাছের ডালে কিভাবে আগুন লাগে এতে আগুনের ভয়াবহতা ধারণা করা যায়। মাত্র ৩০ মিনিটে ব্যবধানে যাদের জীবনে নেমে আসে এক কান্নার ঢল। তারা হলেন গুরা বিধি (৫৫) স্বামী-মৃত শামসুল আল, আবছার (৩০) পিতা- মৃত জাফর আলম, আমিনা বেগম (৪৫) স্বামী; গোলাম নবী, শাকেরা বেগম (৪৫) স্বামী-মৃত দুদু মিয়া, আমিনা খাতুন (৫৫) স্বামী-মৃত জাফর আলম, কামাল (৩০) পিতা-মৃত দুদু মিয়া, আনছার আলম (২২) পিতা-মৃত জাফর আলম, সাকের আলম (৩৫) পিতা- শফিউল আলম, নাছিমা আক্তার (৩০) স্বামী-মৃত মো: রফিক, হামিদুল­াহ (২২) পিতা-মৃত শফিউল আলম, রাশেদুল আলম (২৫) পিতা-মৃত শফিউল আলম, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আক্তার আহমদ (৪৫) পিতা-মৃত আবু তাহের, জকরিয়া (৩৬) পিতা-মৃত ওবাইদুর রহমান, রিয়াজ উদ্দিন মিনু (এম ইউপি) পিতা-মৃত ওবাইদুর রহমান, সাকের আলম সাগর (৩৫) পিতা-মৃত ঐ, খালেদা বেগম স্বামী-মৃত চেহের আহমদ, শাহ আলম মাঝি পিতা-মৃত নুর আহমদ, শফিউল হক (৪০) পিতা-মৃত আবুল হোসেন, হামিদুল হক, (প্রকাশ বাইন্য) (৩৫) পিতা- মৃত আবুল হোসেন, সোহেল (৩০) পিতা- মোদ্দেক আহমদ, মতুল হোসেন (প্রকাশ পেটান) পিতা- মৃত মোদ্দেক আহমদ, ইসমাইল (২৮) মৃত মোদ্দেক আহমদ, রাজিয়া বেগম, স্বামী- সোলেমান, কালা পুতু পিতা-মৃ কালা মিয়া এরা সবাই সর্বশান্ত হয়ে গেচ্ছে। ঘটনার স্থল সার্বস্থল তদরিকী উপস্থিত হয়েছেন খুরুকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সমম্পাদক মো: হাসান সিকদার ছাত্রলীগের সভাপতি সাইদুল করিম, যুব লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাসান শরীফ এবং এলাকার সমাজ সেবক নুর মোহাম্মদ কাজল, ছোটন মুন্সী সহ এলাকার হাজার হাজার লোকের একটাই দাবী আশা নয়, ভরসা নয়, এদেরকে অতি জরুরী পুনবার্সন করা হউক। কারণ এরা গরীব অসহায়, নিরহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কেউ দিন মজুর, কেউ জেলে, আবার কেউ কুলি, এরা খোলা আকাশে নিচে দিন যাপন করিতেছে। এদের বাস্তবায়ন করা এবং পুনবার্সন করা সকল সরকার ও বৃত্তবানদের এগিয়ে আসার জোর দাবী জানাচ্ছেন এলাকাবাসী। অন্যথায় তাদের গুরে দাড়াঁনোর মত অর্থ সুযোগ নাই বললে চলে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.