খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দার লাশ মিললো বাঁকখালীতে

ইমাম খাইরঃ
কক্সবাজার বাঁকখালী নদী থেকে উদ্ধার হলো খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দার লাশ।
শনিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন বেড়িবাঁধের নীচ (কাঠির মাথা) থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
হতভাগা যুবকের নাম এরশাদুল হক (২২)।
পিতার নাম এ কে ফজলুল হক।
সে আশ্রয়ণ প্রকল্পের হাসনাহেনা ভবনের ৩০৫ নং ফ্ল্যাটের বাসিন্দা।
এ খবর জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আজিজ উদ্দিন।
তিনি জানান, বড়ভাই আবদুল করিমের ফ্ল্যাটে থাকে এরশাদুল হক। সেখান থেকে বোটে মাছ ধরতে যায়।
হাসনাহেনা ভবনের সাধারণ সম্পাদক মোঃ আরমান জানিয়েছেন, মোঃ সেলিম মাঝির বোটে কাজ করে এরশাদ।
শনিবার সকালে লাশের খবর পেয়ে পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়।
তবে, ঘটনার কারণ এখনো ‘অজানা’ মন্তব্য করেন আরমান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.