মোঃ নেজাম উদ্দিনঃ
রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়ন বালু উত্তোলনকালে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার ( ১৮ মে) দুপুরে খুনিয়া পালং ইউনিয়নের দরিয়ার দিঘী এলাকায় কালুর দোকানের পাশে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়। অভিযানে নেতৃত্ব দেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘি এলাকার কালুর দোকানের পাশে দারিয়ার দীঘি বিট এলাকায় মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। যার কারণে পাহাড় ধ্বসে বসতভিটা ঝুঁকির সম্মুখীন হতে পারে।এমন সংবাদের ভিত্তিতে রাজারকূল রেঞ্জের অধীন বিট অফিস সহ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
ঘটনাস্থল থেকে বালু তুলার ১টি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০ফুট পাইপ জব্দ করা হয়।ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আটক করা যায়নি।
জব্দকৃত মালামাল বন বিভাগের জিম্মায় রাখা হয় ও নিয়মিত মামলা করতে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানা যায়।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান,খুনিয়া পালং ইউনিয়ন দরিয়ার দীঘি এলাকায় বালু উত্তোলন হচ্ছে এমন খবর পেয়ে আজকে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে একটি বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও কিছু তাদের ব্যবহৃত পাইপ জব্দ করা হয়েছে। রামু উপজেলা প্রশাসন পরিবেশ ও প্রতিবেশ ঠিক রাখতে কাজ করতে বদ্ধপরিকর। পরিবেশ বিধ্বংসী কোন কাজ যেন কেউ করতে না পারে সেদিকে আমরা নজর রেখেছি। আশা করছি উপজেলা প্রশাসন সব সময় পরিবেশ রক্ষায় কাজ করে যাবে।।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.