খালেদা জিয়া এখনও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ: ইনু

ওয়ান নিউজঃ খালেদা জিয়া এখনও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ এবং বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার সকালে রাজধানীর গুলিস্তান শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ ও ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর নেতৃবন্দের এক যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। আগামী ২৫ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে যৌথ এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

জঙ্গিদের কেউ কেউ আত্মসমর্পণ করছে এবং জঙ্গি নির্মূলও হচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গ এখনও ত্যাগ করেননি এবং সমর্থন দেয়া-পৃষ্ঠপোষকতা বন্ধ করেনি। খালেদা জিয়া যতক্ষণ পর্যন্ত যুদ্ধাপরাধী-জঙ্গিবাদীদের সঙ্গ ত্যাগ না করছেন, ততক্ষণ পর্যন্ত নির্মূল হওয়া জঙ্গিদের পুনরুত্থিত হতে থাকবে।’

জাসদ সভাপতি বলেন, সম্প্রতি নির্বাচন ও গণতন্ত্র নিয়ে খালেদা জিয়া বিভন্ন কথা বলছেন, সেটা শুনে বিভ্রান্ত হওয়া যাবে না। কারণ খালেদা জিয়ার উদ্দেশ্য নির্বাচন বা গণতন্ত্র নয়, সাংবিধানিক প্রক্রিয়া বাতিল করে অস্বাভাবিক সরকার গঠন করা, কোনঠাসা হওয়া জঙ্গি-জামাত-যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করে রাজনীতির মাঠে ফিরিয়ে আনা।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলম ও সহ-সভাপতি ইকবাল হোসেন খানসহ প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.