খালেদা জিয়ার ৪ মামলার কার্যক্রম আরো দুই সপ্তাহ স্থগিত
ওয়ান নিউজঃ নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া চারটি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন দুই সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত।
এই আদেশের ফলে আগামী দুই সপ্তাহ এই মামলাগুলোর কার্যক্রম স্থগিত থাকছে বলে জানিয়েছেন এই মালায় খালেদা জিয়ার পক্ষের আইনজীবী ব্যারিষ্টার সাকিব মাহমুদ।
মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন। এসময় আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিষ্টার সাকিব মাহমুদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির।
এর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি ও দারুসসালাম থানায় দায়ের হওয়া তিনটিসহ মোট চার মামলার কার্যক্রম গত ১৩ এপ্রিল স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট।
বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তখন ওই স্থগিতাদেশ দিয়েছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.