খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ওয়ান  নিউজঃ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আনুষ্ঠানিকভাবে দেখা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে দলের মহাসচিব ফুলেল শুভেচ্ছা জানান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

এর আগে হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ২ জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.