খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করলো বোয়ালিয়া লেডিস ক্লাব

খোকন, রাজশাহীঃ
রাজশাহী বােয়ালিয়া লেডিস ক্লাবের উদ্যোগে করােনায় ক্ষতিগ্রস্ত নারী ও নারী ক্রীড়াবিদদের জন্য নিজস্ব তহবিল হতে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।
রবিবার (৯ মে) সকাল ১১ টায় রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে এই সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বােয়ালিয়া লেডিস ক্লাবের সভাপতি ও বিভাগীয় কমিশনারের সহধর্মীণী রুনা লায়লা, সহসভাপতি রাজশাহী জেলা প্রশাসকের সহধর্মিণীতাহমিনা রহমান শিশির এবং সাধারণ সম্পাদক রোকসানা আক্তার সহ ক্লাবের অন্যান্য সদস্যগণ।
বােয়ালিয়া লেডিস ক্লাবের সভাপতি রুনা লায়লার নেতৃত্বে সংগঠনের সদস্যরা করােনায় ক্ষতিগ্রস্ত ১০০ জন নারীর হাতে এক কেজি পােলাওয়ের চাল , ১ লিটার সয়াবিন তেল , ৫০০ গ্রাম সেমাই , ১ কেজি চিনি, ১ কেজি ছােলার ডাল , ৫০০ গ্রাম গুড়াে দুধ , ১০ কেজি চাল এবং একটি শাড়ি তুলে দেন যাতে তাঁরা পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভােগ করতে পারেন।
অনুষ্ঠানে বােয়ালিয়া লেডিস ক্লাবের সভাপতি ও বিভাগীয় কমিশনারের সহধর্মীণী রুনা লায়লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশে কাউকে খাওয়াও পড়ার জন্য চিন্তা করতে হবে না। এসময় তিনি দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.