খরুলিয়া ঘাটপাড়া সমাজ কমিটিতে সভাপতি মাস্টার হাবিব, সম্পাদক শফিক

বার্তা পরিবেশকঃ
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের অন্যতম এলাকা খরুলিয়া ঘাটপাড়া গ্রামে সমাজ উন্নয়ন কর্তৃক আয়োজিত মাষ্টার হাবিব আহাম্মদ এর সভাপতিত্বে এলাকার সার্বিক সামাজিক বিষয় ও সমাজ পুর্ণগঠন করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
গত বধুবার (৬জুন) বিকালে ঘাটপাড়া এলাকার এলাকা তরুন সমাজ সেবক শফিকুল ইসলাম এর বাংলোতে এলাকার তরুন ও প্রবীন মুরব্বিদের সমুন্নয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঘাটপাড়া এলাকা উন্নয়ন ও সামাজিক অবক্ষয় রুধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান আসে।
সমাজ সেবক শফিক জানান, সমাজে আজ ন্যায়নীতির পরোয়া নেই। চারদিকে শুধু মাদক, সন্ত্রাস, নৈরাজ্য। আমরা চাই এই কমিটির মাধ্যমে সমাজ থেকে এইসব বিতাড়িত করে সুন্দর একটি সমাজ আগামীর প্রজম্মকে উপহার দিতে। আসুন আমরা সকলে এক হয়ে সুন্দর একটি সমাজ বিনির্মানে কাজ করি৷
আলোচনা সভা শেষে পাড়া,সমাজ, মহল্লার সর্বসাধারণ উপস্থিতিতে সভায় মাস্টার হাবিব আহামদ সভাপতি ও তরুন সমাজ সেবক শফিকুল ইসলাম (শফিক) সাধারণ সম্পদক করে ৩১ জন বিশিষ্ট সামাজিক বিষয় ও সমাজ পুর্ণগঠন করার লক্ষে একটি সমাজ কমিটি গঠন করা হয়।
সভাপতি মাস্টার হাবিব আহমদ ও শফিকুল ইসলাম শফিক সমাজের তথা ঝিলংজা ইউনিয়নের সকলের সহযোগিতা চেয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.