খরুলিয়ায় হারুন বাহিনীর সন্ত্রাসী হামলায় আহত সাইফুল

স্টাফ রিপোর্টার, খরুলিয়ার হারুন বাহিনীর আক্রমনে আহত হয়েছে সাইফুল ইসলাম (৩৫) পিতা শামুল আলম। গত ১৬ই ফ্রেব্রুয়ারী রাত আনুমানিক দশটার দিকে নিজ কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ঘাটপাড়া হাজী ইলিয়াজ মিয়ার বাড়ির সামনে গতিরোধ করে হারুন বাহিনীর লোকজন। সামনে আসতেই হারুন বাহিনীর সন্ত্রাসীরা সাইফুল ইসলামকে লোহার রড় ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে এতে সাইফুল বাঁচার তাগিদে চিৎকার করলে পার্শ্ববর্তী হাজী ইলিয়াজ মিয়া, রশিদ মেম্বার, সহ এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এইদিকে সাইফুল ইসলাম এর অবস্থা আশংকাজনক দেখে স্থানীয় জনগণ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে এবং জরুরী বিভাগে ভর্তি করা হয়। প্রতিবেদক সাইফুল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, পুর্ব শত্রুতার জের ধরে আমাকে আক্রমন করেছে এই হারুন বাহিনীর লোকজন। কাউকে চিনতে পেরেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সবাই আমার পরিচিত তারা হলো, হারুন উর রশিদ, পিতা মৃত আবু বক্কর খরুলিয়া, রফিক আহমদ পিতা মৃত আবু বক্কর, খরুলিয়া, জসিম উদ্দিন পিতা মৃত আবু বক্কর, আবদুর রহিম পিতা মৃত আবু বক্কর খরুলিয়া, তিনি বলেন তারা আমাকে বেধড়ক ভাবে মেরে আহত করেছে আমি আইন শৃংখলা বাহিনীর কাছে আকুল আবেদন করছি। তাদের সহসা আইনের আওতায় আনা হউক, উল্লেখ্য তাদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা সহ বিভিন্ন্ মামলা রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.