খন্দকার মোশতাকের বাড়ি অপসারণের দাবিতে মানববন্ধন
ওয়ান নিউজ ডেক্সঃ কুমিল্লার দাউদকান্দি থেকে বঙ্গবন্ধুর খুনের দায়ে অভিযুক্ত খন্দকার মোশতাকের বাড়ি অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানবন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা সাধারণ জনতা ও আওয়ামী লীগ।
রোববার কুমিল্লার দাউকান্দিতে মানববন্ধনে ও বিক্ষোভে অংশগ্রহণ করেন দাউকান্দি এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতা-কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
এসময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় যান চলাচল বন্ধ করে দেন।
এ সময় দাউদকান্দি উপজেলা চেয়রাম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন বলেন, খুনি মোশতাকের বাড়ি অপসারণ করার জন্য রাজনৈতিক এবং প্রশাসনিক ভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য চেষ্টা করা হচ্ছে। দাউদকান্দিকে কলংকমুক্ত করার জন্য খুনি মোশতাকের বাড়ি অপসারণসহ অন্যান্য দাবিতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.