কড়াই, হান্ডি সহ চার রেস্তোরাকে ২৪ হাজার টাকা জরিমানা
নেজাম উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার, কক্সবাজার
নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে কক্সবাজার শহরের লাবণী বীচ এলাকার হান্ডি রেস্তোরাকে ১০ হাজার ও সুগন্ধা পয়েন্টের কড়াই রেস্তোরাঁকে ৮ হাজার জরিমানা করা হয়েছে। একইভাবে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের অভিযোগে কলাতলী মোড়ের নিউ বৈশাখী রেস্তুঁরাকে ১ হাজার এবং মেরিন ফুডস এন্ড বিরানী হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দন্ড দেওয়া এই চার রেস্তুঁরার কাছ থেকে নগদ ২৪ হাজার জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার এর সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম ও নোংরা পরিবেশে খাবার তৈরীর অভিযোগ ছিল এসব রেস্তুঁরার বিরুদ্ধে। অবশেষে একজন ভোক্তার লিখিত অভিযোগের ভিক্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে জেলা সেনিটারী ইন্সপেক্টর তরুণ বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.