ক্ষমতাসীনরাই ধর্ষণ-গুম-খুনের মতো অপরাধে জড়িত: শাহাদাত

ডেস্ক নিউজ:
ধর্ষণ, গুম, খুনের মতো অপরাধের সাথে ক্ষমতাসীন নেতাকর্মীরা জড়িত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

রোববার (১৮ অক্টোবর) বিকালে দলীয় কার্যালয়ে চান্দগাঁও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত
করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ধর্ষণ, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোটাধিকার হরণের জনগণের নাভিশ্বাস। দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই কিন্তু আজ একের পর এক ধর্ষণ, গুম, খুনের মত অপরাধ বাড়ছে। দেশে প্রশাসন ও বিচার বিভাগ একচোখা নীতি অবলম্বন করছে। সরকারি দলের নেতাকর্মীদের সকল অপকর্ম আড়াল করাই যেন প্রশাসনের রুটিন কাজ। সরকারের দুর্নীতি-দুঃশাসনে আজ দেশের মানুষ অসহায়। সর্বক্ষেত্রে চলছে দুর্নীতির মহোৎসব।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এমনিতে করোনা পরিস্থিতির কারণে অসংখ্য মানুষের ব্যবসা-চাকরি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, এর মধ্যে সব কিছুর দাম প্রতিদিন বাড়ছে। অবৈধ সরকারের সিন্ডেকেটের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির মূল কারণ। সরকারের জনগণের প্রতি কোন দায়িত্ববোধ নেই। দেশের জনগণ না খেয়ে মরে যাক তাতে তাদের কিছুই আসে যায় না।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, দেশে আইনের শাসন নেই বলেই প্রশাসনের জবাবদিহিতা নেই। যে দেশে এসকে সিনহা প্রধান বিচারপতি থাকা অবস্থায় তাকে দেশ ছেড়ে যেতে হলো সে দেশে বিচার চাওয়াটা ও হাস্যকর।

চান্দগাঁও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মো. কামরুর ইসলাম, আইনবিষয়ক সম্পাদক এড. সিরাজুল ইসলাম,চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন খান।

উপস্থিত ছিলেন নগর যুবদলের সি. যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসাইন বিএনপি নেতা মোহাম্মদ মিয়া, চান্দগাঁও ওয়ার্ডের সি. যুগ্ম সম্পাদক হাজী ওসমান গণি, যুগ্ম সম্পাদক হাজী মো. কামাল উদ্দিন, মোহাম্মদ ইউনুস, ছাত্র বিষয়ক সম্পাদক মো. আলমগীর নিরু, আরিফুল ইসলাম, সি. সহসভাপতি মো. নাছির, মো. মোশাররফ হোসাইন, মো. আলমগীর কোম্পানী, মো. নাছির, মো. নাছির, যুবদল নেতা মো. আলমগীর, বিএনপি নেতা মো.আলমগীরসহ প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.