ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলা; সেই আসামির বাড়িতে মিলল ২২ হাজার গুলি

অনলাইন ডেস্ক:
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একজন গুলি চালিয়ে নয়জনকে হত্যা করেছে। এবার আসামির বাড়ি থেকে ২২ হাজার রাউন্ড গুলি, ১২টি আগ্নেয়াস্ত্র এবং ২০ ক্যান পেট্রল উদ্ধার করা হয়েছে। ।

শনিবার এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, গত বুধবার স্যামুয়েল ক্যাসিডি নামের ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে গুলি চালিয়ে নয়জনকে হত্যা করে। এরপর নিজেই আত্মহত্যা করে। ১৯৯৩ সালের পর এটিই সবচেয়ে ভয়ানক বন্দুক হামলার ঘটনা। গান ভায়োলেন্স আর্কাইভের রিপোর্ট অনুসারে, এই বছর এখন পর্যন্ত ২৩৩টি সহিংসতার ঘটনা ঘটেছে।

স্থানীয় শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, স্যান হোসের এই ঘটনা পরিকল্পিত ছিল। সন্দেহভাজন ব্যক্তিটি যত বেশি সম্ভব মানুষ মারার জন্য নিজের আগ্নেয়াস্ত্র নিয়ে প্রস্তুত হয়েই এসেছিল। তাছাড়া হামলার আগে সেই ব্যক্তি নিজের বাড়িতে আগুন লাগিয়ে ছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.