ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে ৮ সহকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। বুধবার (২৬ মে) স্থানীয় সময় সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতরা ও হামলাকারী সবাই পরিবহনকর্মী ছিলেন।

সান ফ্রান্সিসকো বে এরিয়ার সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্ট অথরিটির (ভিটিএ) কর্মকর্তারা জানান, বন্দুকধারীর হামলার সময় সেখানে রেল কর্মচারীদের মিটিং চলছিল। বন্দুকধারী ও তার আট সহকর্মী গুলিতে নিহত হয়েছেন। জীবিত অপর একজনকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় মিডিয়া বলছে, বন্দুকধারী হামলাকারী আত্মহত্যা করেছেন। তবে পুলিশ এ বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.