ক্যামেরাও ডিসপ্লেতে নতুন চমকে আসছে নকিয়া ৯
ওয়ান নিউজ ডেক্সঃ এ বছরের থার্ড কোয়ার্টারে আসতে পারে বহু প্রতীক্ষিত নকিয়ার ফ্ল্যাগশিপ নকিয়া ৯। পুরোদস্তুর অ্যান্ড্রয়েড ফোন তো বটেই, আরো বিশেষ কিছু আশা করছেন ভক্তরা। এর আগেও ছবি ও তথ্য ফাঁসের ঘটনা ও গুজব মিলে মিলে একাকার হয়েছে। এসব তথ্য বার বার ফাঁস হচ্ছে, কিন্তু নতুন কোন তথ্য মিলছে।
নকিয়া ৯-এ ডুয়াল লেন্স ক্যামেরা থাকছে তাতে কোনো সন্দেহ নেই। পেছনের দুটো ক্যামেরা ১৩ মেগাপিক্সেল করেই হবে। থাকবে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। এর মাধ্যমে ৪কে ভিডিও পর্যন্ত রেকর্ড করা যাবে।
দ্বিতীয়ত, এই ফোনে কিউএইচডি ডিসপ্লে দেওয়া হবে। ফাঁসকৃত তথ্যে বলা হয়, পর্দাটি হবে ৫.২ ইঞ্চির প্যানেল। কিউএইচডি রেজ্যুলেশনের ক্ষেত্রে পর্দাটি ছোট বলেই মনে করছেন অনেকে।
আরো থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট, ৪ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজ। তারবিহীন চার্জিংয়ের কথাও বলা হয়েছে। অপারেটিং সিস্টেমে গুগলের নতুন অ্যান্ড্রয়েট নুগেটই থাকবে। নকিয়া ৯-কে আবার অনেক সময় নকিয়া ৮ নামেও ডাকা হচ্ছে।
এর দাম সম্পর্কে কোনো তথ্য মেলেনি। তবে অনেক সূত্র বলছে, দামটা মন্দ নয়, ৭০০ ডলারের আশপাশেই হবে। সূত্র : ইন্টারনেট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.