ক্যাজরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

,
বিশেষ প্রতিবেদকঃ
আজ ২২ জুলাই শনিবার গর্জনিয়া ক্যাজরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  মায়েদের সচেতনমুলক মা সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্টানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিঠির সভাপতি ফয়জুল্লাহ মোঃ হাসান  অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্হিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, অনুষ্টানে বিশেষ অথিতি হিসাবে উপস্হিত ছিলেন  ইউপি সদস্য মফিজ উল্লাহ, আরো উপস্হিত ছিলেন রামু উপজেলা এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি মোঃ নেজাম উদ্দিন অত্র স্কুলের  সহকারী শিক্ষক লুৎফুর নাহার,   তসলিমা আক্তার, ফরিদুল আলম, সালেহ আহমদ পরিচালনা কমিঠির সদস্য আবু  ইউসুফ,   অনুষ্টানে প্রধান অথিতি বলেন মা হচ্ছে সন্তানের জন্য মুল মাধ্যম মা যদি চান সন্তানকে সুন্দর একটি জীবন উপহার দিতে পারে, তাই প্রাথমিক পর্যায়ে যদি মায়েরা সন্তানদের সঠিক পথ না দেখান বা বিদ্যালয়ে  না পাঠান তা হলে আমাদের দেশ অন্ধকারে নিমজ্জিত হবে বর্তমান প্রধানমন্ত্রী একজন মা সেই হিসাবে এই দেশটাকে সন্তানের মত মানুষ করতে তিনি বদ্ধপরিকর প্রধানমন্ত্রী শেখহাসিনা চান প্রতিটি ঘরে ঘরে শিক্ষা পৌছে দিতে,

আর এই জন্য মায়েদের এগিয়ে আসতে হবে, অনুষ্টান বাস্তবায়নে ছিলেন কোস্ট ট্রাষ্ট রামু উপজেলা। অনুষ্টান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধানশিক্ষক ওবাইদুল হক

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.