কোপার কোয়ার্টারে যে যার মুখোমুখি

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ চূড়ান্ত হয়ে গেল কোপা আমেরিকার এবারের আসরের কোয়ার্টার-ফাইনালের লাইনআপ। দেখে নিন কোয়ার্টার ফাইনালে কখন, কে কার মুখোমুখি হচ্ছে।

গ্রুপ পর্বের খেলা শেষ। ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই তা নিশ্চিত করেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি, আর্জেন্টিনা খেলবে ইকুয়েডরের বিপক্ষে। দেখে নেয়া যাক সেমি ফাইনালে উঠার লড়াইয়ে কার খেলা কবে।

প্যারাগুয়ে বনাম পেরু: (প্রথম কোয়ার্টার ফাইনাল: শনিবার রাত ৩টা)

গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পেরু মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের তৃতীয় হওয়া প্যারাগুয়ের। চার ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে পেরু। গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হেরে গ্রুপ ‘এ’ এর তৃতীয় দল হয়েছে প্যারাগুয়ে। চার ম্যাচে তাদের পয়েন্ট ৬।

ব্রাজিল বনাম চিলি: (দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: শনিবার ভোর ৬টা)

তিনটি জয় ও একটি ম্যাচ ড্র করে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে ব্রাজিল। শনিবার চিলির বিপক্ষে খেলবে নেইমাররা। গ্রুপ লিগের ম্যাচে একটি জয় ও একটি হারের সঙ্গে দুই ম্যাচে ড্র করে মোট ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ এর চতুর্থ দল হিসেবে সেরা আটে জায়গা পাকা করেছে তারা।

উরুগুয়ে বনাম কলম্বিয়া: (তৃতীয় কোয়ার্টার ফাইনাল: রোববার ভোর ৪টা)

তৃতীয় কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। এবারে গ্রুপ ‘এ’তে দ্বিতীয় হয়েছে উরুগুয়ে। গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে কাভানির গোলে জয়ের পরে, গ্রুপ লিগে চার ম্যাচে কাভানিদের পয়েন্ট হল ৭। দুটি ম্যাচ জয়ের পাশাপাশি একটি ম্যাচে তারা ড্র করেছে ও একটি ম্যাচ তারা হেরেছে। অন্যদিকে কলম্বিয়া ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে। চার ম্যাচে তাদের পয়েন্ট চার। একটি ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি একটি ম্যাচ তারা ড্র করেছিল। গ্রুপ লিগের বাকি দুটো ম্যাচে তারা হারের সম্মুখীন হয়।

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর: (চতুর্থ কোয়ার্টার ফাইনাল: রোববার সকাল ৭টা)

চার ম্যাচে তিনটি জয় ও এক ড্র করে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’তে সেরা হয়েছে আর্জেন্টিনা। আগামী রোববার চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে খেলবে মেসির আর্জেন্টিনা। চার ম্যাচে একটিতে হেরে তিনটি ম্যাচে ড্র করে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চতুর্থ হয়েছে ইকুয়েডর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.