কোনো শৈথিল্য নয় এটা আমার অর্ডার : সিইসি

ওয়ান নিউজঃ নির্বাচনে কারো প্রতি কোনো ধরনের শৈথিল্য না দেখাতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

শনিবার কুমিল্লায় আসন্ন কুমিল্লা সিটি নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, প্রভাবশালীসহ অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। কারো প্রতি কোনো প্রকার শৈথিল্য দেখানো যাবে না। বলতে পারেন এটা আমার অর্ডার। কাউকে আইনশৃঙ্খলার অবনতি করার সুযোগ দেওয়া হবে না, তার পরিচয় যা হোক না কেন। তা কঠোরভাবে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ার করেন।

তিনি বলেন, একটি কেন্দ্রে একটিমাত্র প্রভাবশালী ব্যক্তি রয়েছেন; তিনি হলেন প্রিসাইডিং অফিসার। আর কোনো প্রভাবশালী ব্যক্তির নির্বাচনকেন্দ্রে স্থান নেই। কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ওই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত সচিব মুখলেছুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক জাহাংগীর আলম ও পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নি অফিসার রকিব উদ্দিন ম-লও সভায় উপস্থিত ছিলেন। আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.