কোকোর কবরের পাশে অঝরে কাঁদলেন খালেদা
ওয়ান নিউজঃ আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করতে গিয়ে অঝরে কাঁদলেন বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া। এ সময় প্রিয় ছোট ছেলে কোকোর রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন তিনি। রাজধানীর বনানী কবরস্থানে বাদ আসর খালেদা জিয়া তার আত্মীয়স্বজন ও দলের সিনিয়র নেতাদের নিয়ে কবর জিয়ারত করতে যান। এ সময় তিনি অশ্রু-সজল চোখে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.