কেন এখনও বিয়ে করেননি সুস্মিতা?
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ সুস্মিতা সেন। বয়স ৪১, এখনও সিঙ্গেল। বহু পুরুষের হৃদয়ে এখনও তার জন্য রয়েছে জায়গা। কিন্তু তিনি এখনও বিয়ে করেননি। কেন তিনি বিয়ে করেননি? এ প্রশ্ন তাকে বারবার করা হলেও এর উত্তর তিনি কখনো দেননি। তবে এবার কারও আর প্রশ্ন করতে হয়নি। তিনি নিজে থেকেই এর জবাব দিয়েছেন। বলেছেন, এতদিন পরও কেন তিনি বিয়ে করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ে না করার কারণ তিনি শেয়ার করেছেন।
বিয়ে না করলেও তিনি দত্তক নিয়েছেন দুই কন্যাসন্তান রেনে ও আলিশাকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন সুস্মিতা। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি এখনও তেমন কারও দেখা পাইনি যে আগুন নিয়ে খেলতে ভালোবাসে।’ সুস্মিতার এই স্বীকারোক্তি থেকেই বহু জল্পনা শুরু হয়েছে বলিউড মহলে।
নায়িকা আরও জানিয়েছেন, তাকে যখন প্রশ্ন করা হত, কেন সিঙ্গেল? তিনি পাল্টা প্রশ্ন করতেন, কেন নয়? তার কথায়, ‘আমি আমার পছন্দ মতো রয়েছি। অন্যদের পছন্দকেও আমি শ্রদ্ধা ও সম্মান করি। সিঙ্গেল হোক বা ডাবল আমাদের সব খেলাই কিন্তু জেতার জন্য।’
কখনও অভিনেতা রণদীপ হুদা, কখনও বা পরিচালক বিক্রম ভট্টের সঙ্গে ডেট করেছেন সুস্মিতা। ঘনিষ্ঠ মহলে সম্পর্কের কথা তিনি স্বীকারও করেছেন। কিন্তু বিয়ে পর্যন্ত এগোয়নি কোনো সম্পর্কই।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.