কেন্দ্রীয় যুব মহিলী লীগের সাধারণ সম্পাদিকা অপু উকিল চট্টগ্রামে আসছেন
জে,জাহেদ বিশেষ প্রতিনিধি:
আগামী ২১শে মার্চ দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষ্যে চট্টগ্রামে আসছেন বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা অপু উকিল।
আগামীকাল ১৯শে মার্চ সোমবার সকাল ৮টায় রিজেন্ট এয়ার ওয়েজের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম আসছেন।
বিশেষ সুত্রে জানা যায়,প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে যুব মহিলা মহিলা লীগের উদ্যোগে চট্টগ্রামে প্রস্তুতি সভায় তিনি অংশগ্রহণ করবেন।
অধ্যাপিকা অপু উকিলের সফরসঙ্গী হিসেবে আসছেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি আবিদা সুলতানা মিতা,কুহলী কুদ্দুস মুক্তি,নার্গিস মাহতাব,
জাকিয়া সৃজনী শিউলী সাংগঠনিক সম্পাদিকা,লায়ন জয়া জাহান চৌধুরী নির্বাহী সদস্য,অন্জনা সুলতানা নির্বাহী সদস্যসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এতে চট্টগ্রাম যুব মহিলা লীগের সকলকে উপস্থিত থেকে প্রস্তুতি সভা ও মাননীয় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার আহ্বান জানিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.