ইমাম খাইর#
টেকনাফে সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
তবে পাচারে জড়িত কাউকে আটক করতে পারে নি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৯ টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদার ছুরিখাল এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে।
২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোঃ ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে লেদা বিওপির জওয়ানরা নাফনদীর কিনারায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েকজন ব্যাক্তি হস্তচালিত একটি নৌকা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এসময় অনুপ্রবেশকারীরা বিজিবি জওয়ানদের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে কেওড়া বাগানের আড়াল হয়ে নৌকাযোগে শূন্য রেখা অতিক্রম করলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে কেওড়া বাগানে ৪টি বস্তায় সাড়ে ৩ লাখ ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত ইয়াবাসমূহের আনুমানিক মূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে।
লে. কর্ণেল মোঃ ফয়সাল হাসান খান জানান, ইয়াবা পাচারকারীদের আটকের জন্য পার্শ্ববর্তী স্থানে প্রায় ২ ঘন্টা অভিযান চালানো হয়। কাউকে পাওয়া যায় নি।
তবে পাচারকারীদের সনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বিজিবির এই মিডিয়া কর্মকর্তা।
২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.