কুসিকে ভোট সুষ্ঠু হচ্ছে, জানালেন সিইসি

বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকালে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

এর আগে, সকাল ৮টায় কুসিকের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। এরই মধ্যে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আঞ্জুম সুলাতানা সীমা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ সময় বিএনপির প্রার্থী গত মেয়াদের মেয়র মনিরুল হক সাক্কু কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন। সাক্কু অভিযোগ করে বলেন, ‘২৭ নম্বর ওয়ার্ডে আওয়ামীল লীগের প্রার্থীর পক্ষে সকাল থেকে ৯৯ শতাংশ ব্যালটে সিল মেরেছে সরকারি দলের নেতাকর্মীরা।’

তিনি আরও বলেন, ‘২১ ও ৭ ওয়ার্ডের দুটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পরে আমি গিয়ে তাদের আবার ভেতরে রেখে আসি। কিন্তু কেন্দ্র থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আবারও বের করে দেয় সরকার দলীয় নেতাকর্মীরা।’

তিনি সাংবাদিকদের সাক্কু বলেন, “একটি কেন্দ্রে আগে থেকেই সব ব্যালটে সিল দিয়ে রাখা হয়েছে, দুইটি কেন্দ্রে আমার কর্মী ও পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ দিয়েছি।”

এদিকে, ক্ষমতাসীন দলের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নিজের ভোট দিয়ে সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন। আঞ্জুম সুলতানা জনরায় মেনে নেয়ার কথা জানিয়েছেন।নারী ভোটারদের সংখ্যা বেশি থাকায় উচ্ছ্বাস প্রকাশ করে সবাইকে কেন্দ্রে এসে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.