কুমিল্লা সিটি ভোট ও সুনামগঞ্জ উপ নির্বাচন ৩০ মার্চ
ওয়ান নিউজঃ আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এবং সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের শূন্য আসনে উপ নির্বাচন হবে। গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেন গুপ্তের জীবনাবাসন হওয়ায় আসনটি শূন্য হয়।
সোমবার (২০ ফেব্রুয়ারি) নতুন নির্বাচন কমিশনের প্রধান কে এম নূরুল হুদা নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে আলাদাভাবে দুই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তিনি জানান, এ দুই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা আগামী ২ মার্চ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
সুনামগঞ্জে ৫ মার্চ মনোনয়ন যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৩ মার্চ পর্যন্ত। আর কুমিল্লায় ৫ ও ৬ মার্চ যাচাই-বাছাই শেষে ১৪ মার্চ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
এ সময় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.