কুমিল্লায় বাস খালে পড়ে নিহত ৬
ওয়ান নিউজ ডেক্সঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে ৬জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ২৫ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী ব্রিজের কাছে শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলে ৬জন নিহত হন। এ ছাড়া আহত হন ২৫ জন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.