কুমিল্লায় বাস খালে পড়ে নিহত ৬

ওয়ান নিউজ ডেক্সঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে ৬জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ২৫ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী ব্রিজের কাছে শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলে ৬জন নিহত হন। এ ছাড়া আহত হন ২৫ জন।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সহযোগিতায় হাইওয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তা’ক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.