নিজস্ব প্রতিবেদক:
কোষ্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী ও পরিচালক কোর প্রোগ্রাম তারেক সাইদ হারুনের নির্দেশনায় ঘুর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্থ জলমগ্ন কুতুবদিয়া আলী আকবর ডেইলের ১,২,৩ নং ওয়ার্ডের কিরণ পাড়া, হায়দার পাড়া, সন্দ্বীপ পাড়া, পুতিন্যা পাড়ার ২০০ পরিবারকে কোষ্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে শুকনা খাবার চিড়া মুড়ি দুধ পানি বিতরণ করা হয়েছে । গতকাল ২৬মে রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত পাড়ায় পাড়ায় গিয়ে তাৎক্ষণিক এ ত্রাণ বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন- আঞ্চলিক কর্মসুচী সমন্বয়কারী (কক্সবাজার অঞ্চল) মো আশেকুল ইসলাম, সমৃদ্ধি কর্মসুচী কুতুবদিয়া সমন্বয়কারী মো দিদারুল ইসলাম, শাখা ব্যবস্থাপক কুতুবদিয়া উপজেলা রফিকুল ইসলাম , শাখা ব্যবস্থাপক কুতুবদিয়া উপজেলা আব্দুল্লাহ মোহাম্মদ শাহীন এবং কুতুবদিয়া শাখার সকল সহকর্মীবৃন্দ।
উল্লেখ্য, কোষ্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলাসহ সারা দেশের বিভিন্ন অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.