কী কী ভয়ঙ্কর সমরাস্ত্র উ. কোরিয়ায়?
ওয়ান নিউজ ডেক্সঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধ-যুদ্ধ সাজ। সাগরজুড়ে চলছে অস্ত্রের ঝনঝনানি শব্দ। সেই শব্দের প্রতিধ্বনি বাজছে কূটনৈতিক কথা-বার্তায়। আসলেই যুদ্ধ বধবে, না-কি অস্ত্রের প্রদর্শনীতেই সীমাবদ্ধ থাকবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অবশ্য চীন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, এই যুদ্ধে কারো লাভ হবে না।
আন্তর্জাতিক বিশ্লেষকদের ভয়ের জায়গা হচ্ছে, এই যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহার হলে তা মানব জাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসবে।
উত্তর কোরিয়ার কাছের উপ-দ্বীপে রাণতরি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টিকে হুমকি মনে করে, উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্রকে সাবধানী বার্তা দিয়েছে। এরইমধ্যে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সমরাস্ত্র ভাণ্ডারের প্রদর্শনী ও প্যারেডের আয়োজন করে দেশটি।
সেখানে বিরল কিছু অস্ত্রের প্রদর্শনী করা হয়, যা আগে কখনই প্রকাশ্যে আনা হয়নি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.