কাল আদালতে যাবেন খালেদা জিয়া

ওয়ান নিউজঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য রয়েছে বৃহস্পতিবার। এদিন বেলা ১১টায় বিএনপি চেয়ারপার্সন আদালতে উপস্থিত থাকবেন।

বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম চলছে।

মামলার অপর আসামিরা হলেন- বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.