কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন, পণ্যে পাটজাত ব্যবহার আইন ও ধুমপান আইনে চারটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে জরিমানা করেছে।

 

বৃহষ্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাদেকুর রহমান ও সহকারী কমিশনার (ভুমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যাদব সরকার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

 

কালীগঞ্জ উপজেলা পরিষদের  ইউএনও পেশকার শওকত আলী জানান, বৃহষ্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান নীমতলা বাসষ্ট্যান্ডে দেবনাথ সুইট এন্ড হোটেলকে ভোক্তা অধিকার আইনে ৪ হাজার টাকা জরিমান করেন।

 

এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যাদব সরকার শহরের পুরাতন বাজার ও নীমতলা এলাকায় অভিযান চালিয়ে  পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার আইনে মল্লিক ব্রাদার্সকে ১ হাজার টাকা ও  ধুমপান আইনে অপর ২টি দোকানকে আরো ৪শ টাকা জরিমান করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.