রাকিব উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজার মুখি সাফা পরিবহনের একটি কাভার্ড ভ্যানের সাথে দোহাজারিগামী মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।
১৬ নভেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজুর রহমান (২৯), মুন্সিগঞ্জ জেলার সিরাজদি থানার মাদিয়া পাড়ার আবদুল লতিফের পুত্র।
দোহাজারি হাইওয়ে থানার এএসআই রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক নিহতকে দোহাজারি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: উর্মী চক্রবর্তী মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, শুভচরন চাকমা জানান, নিহত মোটর সাইকেল আরোহীর লাস ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হবে, এবং ঘাতক কাভার্ড ভ্যানের ড্রাইভার পালিয়ে যায়, কাভার্ড ভ্যান দোহাজারি হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে, কভার্ড ভ্যান টি সেফা কার্গে সার্ভিসের চট্র মেট্রো ১৮-১৭০৭ গাড়ির নাম্বার। এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। নিহত মাহফুজুর রহমান পিতা মাতার এক মাত্র সন্তান, কেরানীহাট আবুল খায়ের গ্রুপে এস আর হিসাবে চাকরি করত বলে জানা যায়।
Feriköy su kaçak tespiti Tespit ve çözüm süreci çok hızlı ve sorunsuzdu. https://sociofans.com/ustaelektrikci
İstanbul da su kaçak tespiti Güngören’deki evimizdeki su kaçağını çok hızlı tespit ettiler. Gerçekten profesyonel bir hizmet. https://www.messifootballforum.com/ustaelektrikci