কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

ওয়ান নিউজ ডেক্সঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। বুধবার রাজধানী কাবুলে অবস্থিত প্রেসিডেন্ট ভবন এবং বিদেশী দূতাবাসের কাছেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

বিস্ফোরণে বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন আহত হয়েছে।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহেদ মাজরোহ জানিয়েছেন, ওই বিস্ফোরণে আহত কমপক্ষে ৬০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.