কাবা শরিফে জুমআ পড়াবেন হজের খুতবাহদানকারী শায়খ বালিলাহ

ওয়ান নিউজ ডেক্সঃ হজের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আজ। বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থানে ফিরে যাবেন। হজের শেষ কার্যদিবসে অনুষ্ঠিত হবে পবিত্র জুমআ। প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের ব্যাপকতার মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে কাবা শরিফ ও মদিনায় খুতবাহ এবং জুমআ অনুষ্ঠিত হবে।

আজ ২৩ জুলাই ২০২১ইং মোতাবেক ১৩ জিলহজ ১৪৪২ হিজরি (সৌদিতে) কাবা শরিফ ও মদিনায় খুতবাহ ও জুমআর নামাজ পড়ানোর জন্য হারামাইন কর্তৃপক্ষ দুইজন প্রসিদ্ধ ইমাম ও খতিব নির্বাচিত করেছেন।

সদ্য শেষ হওয়ায় হজের খতিব শায়খ ড. বন্দর বিন আব্দুল আজিজ আল-বালিলাহ’র ইমামতিতে পবিত্র কাবা শরিফে জুমআ আদায় করবেন হজে অংশগ্রহণকারীরা। হজ উপলক্ষে সর্বসাধারণের জন্য পবিত্র কাবা শরিফে অন্যদের নামাজে অংশগ্রহণ নিয়ন্ত্রণ করা হয়েছে।

আজকের জুমআর খুতবাহ ও নামাজের জন্য ইমাম হিসেবে নির্বাচিত হয়েছেন-

কাবা শরিফের সম্মানিত প্রসিদ্ধ ইমাম, প্রখ্যাত ইসলামিক স্কলার ও খতিব, সদ্য শেষ হওয়া হজের খুতবাদানকারী শায়খ ড. বন্দর বিন আব্দুল আজিজ আল-বালিলাহ।

মদিনার প্রসিদ্ধ ইমাম, বিশিষ্ট ইসলামিক স্কলার ও খতিব শায়খ ড. আহমদ তালেব বিন হামেদ।

যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও নিজস্ব মুসাল্লাসহ হজে অংশগ্রহণকারী মসজিদে হারামের নামাজে উপস্থিত হবেন। হজে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য নিরাপত্তার সুবিধার্থে সর্বসাধারণের মসজিদে হারামে নামাজ পড়ায় বিধিনিষধ জারি করা হয়েছে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে সুন্দর ও নিরাপদে বিদায়ী তাওয়াফের মাধ্যমে আজ শেষ হচ্ছে পবিত্র হজ। পাশাপাশি আজ থেকেই পবিত্র ওমরাহ পালনের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যথাযথ স্বাস্থ্য বিধি মেনেই আগের মতো নামাজ, জুমআ ও ওমরাহ কার্যক্রম পরিচালিত হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.