কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯ মামলা

কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটি কাপ্তাইয়ে উপজেলা প্রশাসন বুধবার (৭ জুলাই) উপজেলা সদর বড়ইছড়িতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে, সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ৪টি মামলায় ১১’শত টাকা, অন্য ৫টিতে ১ হাজার টাকাসহ মোট ৯টি মামলায় ২১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া সংক্রমণরোধে জনগনকে অহেতুক ঘরের বাহিরে বের না হওয়ার জন্য প্রচারনা করা হয়।

এ সময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.