কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতে ১৬ হাজার ৯০০ টাকা জরিমানা

কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ মামলায় ১৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত কাপ্তাই নতুনবাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি, হেলমেট ব্যবহার না করে সড়কে গাড়ী চলাচল অপরাধে সড়ক পরিবহন আইন- ৪টি মামলায় ১৪শ টাকা, দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংশ্লিষ্ট ধারায় ৫ টি মামলায় ১০ হাজার ৫শ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রি করায় ২০১১ এর পশু জবাই ও মাংসের নিয়ন্ত্রণ আইনে ১টি মামলায় ৫ হাজার টাকা সহ সর্বমোট ১৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়।
কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম এবং কাপ্তাই প্রজেক্ট ফাঁড়ির ইনচার্জ পীযুষ কান্তি দাশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। ইউএনও জানান,অভিযান পরিচালোনা অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.