কাপ্তাইয়ে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

কাপ্তাই(রাঙ্গামাটি)প্রতিনিধিঃ

রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে কাপ্তাই লেকের উপর নির্ভরশীল ৬৮৮ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ কর্মসূচীর আওতায় মে মাসের জন্য জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করলেন খাদ্য মন্ত্রনালয় সম্প্রকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
রবিবার (৯ মে) বেলা ১২ টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন রিভার ভিউ পার্কে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলেদের হাতে এই সহায়তা তুলে দেন।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সঞ্জয় দেবনাথ, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, , ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্হাপক মাসুদ আলম, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাসেম, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম আজমীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আকতার আলম, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কাপ্তাই উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নবীর হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্হিত ছিলেন।
ছবিসংযুক্তঃ জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরন করছেন দীপংকর তালুকদার এমপি।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.