কাপ্তাইর প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ ইসমাইল হোসেন নিজামী আর নেই

কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটির বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উপদেষ্টা, কাপ্তাই উপজেলার সাবেক সভাপতি, প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ইসমাইল হোসেন নিজামী (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শনিবার (২৯মে) সকাল ১১টায় চট্টগ্রাম কাজির দেউরির নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করে।
আজ বিকালে নামাজে জানাজা শেষে কাপ্তাই শিলছড়িতে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তার এক স্ত্রী, ১ ছেলে, ২মেয়ে ছিল।
এদিকে, সবেক চেয়ারম্যান সৈয়দ ইসমাইল হোসেন নিজামীর মৃত্যুতে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী মহল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.