কাতার মাতাবেন সালমা-টুটুল-লুইপা

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ কাতারে বাঙালিদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ বৈশাখী মেলা। আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া সেই বৈশাখী মেলায় একই মঞ্চে একসাথে গাইবেন এসআই টুটুল, সালমা ও লুইপা। বিষয়টি নিশ্চিত করেছেন যন্ত্রসঙ্গীতশিল্পী আলমগীর।

তিনি জানান, আগামী ২৮ জুলাই শিল্পীরা কাতারের উদ্দেশ্যে রওয়ানা হবেন। একদিন বিশ্রাম নিয়ে পরের দিন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন টুটুল, সালমা ও লুইপা।

এ প্রসঙ্গে এস আই টুটুল বলেন, ‘দেশের বাইরে তো প্রায়ই শোতে যাই। তবে আমার সঙ্গে যারা আরো যাচ্ছেন তারা এবারই প্রথম আমার সঙ্গে একই মঞ্চে দেশের বাইরে গাইবেন। আশা করি খুব ভালো একটি শো হবে।’

এদিকে টুটুল ও তানিয়া এরইমধ্যে একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন। তাদের ইউটিউব চ্যানেলটির নাম ‘হাই ফাইভ এন্টারটেইনমেন্ট’। নতুন পুরোনো শিল্পীদের সমসাময়িক নানান ধরনের অনুষ্ঠান চ্যানেলটিতে আপলোড করা হচ্ছে প্রতিনিয়ত।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.