কাতার এয়ার ওয়েজ সৌদিগামী সব ফ্লাইট স্থগিত করল
ওয়ান নিউজ ডেক্সঃ কাতার এয়ারওয়েজ সৌদি আরবে সকল ধরণের বিমান যোগাযোগ বাতিল করেছে। এখন থেকে কাতার থেকে সৌদিতে কোনো বিমানের ফ্লাইট যাবে না। খবর রয়টার্সের।
মধ্যপ্রাচ্যের চারটি দেশের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কাতার এ সিদ্ধান্ত নেয়। সোমবার কাতারের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয় সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। কাতারের বিরুদ্ধে চারটি দেশ অভিযোগ করে আসছিলো কাতার সন্ত্রাসে প্রণোদনা দেয়।
এর আগে এয়ার এরাবিয়া শারজাহ ও দোহাতে পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত বিমানের সকল ফ্লাইট বাতিল করেছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় সর্বশেষ ফ্লাইটটি যায়।
কাতারের সাথে মধ্যপ্রাচ্যের চারটি দেশের সম্পর্কচ্ছেদের কারণ হিসেবে বলা হচ্ছে ইরানের সঙ্গে সম্পৃক্ত গণমাধ্যম, সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন ও অর্থায়নে কাতারের উসকানি রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪৮ ঘন্টার মধ্যে কাতারের সকল কূটনীতিকদের এবং আগামী ১৪ দিনের মধ্যে কাতারের সব নাগরিককে সেসব দেশত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.