কাউয়ার খোপে বজ্রপাতে নিহত ১জন আহত ৩জন
মোঃ নোমান রামু থেকে।
রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা ঘোদাম কাটা নামক গ্রামে সন্ধ্যা বুধবার ৬ই জুন ০৫:৪৫মিনিট এর সময় দোকানে অবস্থানরত অবস্থায় বজ্রপাতে নিহত হয়েছে মোঃ জাকের (৫০) নামক ব্যক্তি।
এ সময় উক্ত বজ্রপাতে আহত আরো ৩জন মুফিজ,ফরিদ,ইউনুছ আহত দের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা যায় ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.